‘যথাসময়ে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হবে’

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ২০:২৯

হাওরের পানি ধীরে কমায় কিছুটা উদ্বিগ্ন থাকলেও এবার যথাসময়ে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

বুধবার বিকালে সিলেট সার্কিট হাউসে হাওরে বন্যা পরবর্তী বাঁধ মেরামত সংরক্ষণ বিষয়ে প্রশাসনিক ও পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এবার হাওরে পানি ধীরে কমছে, তবে আগামী দুই সপ্তাহের মধ্যে কাজ শুরু করা যাবে বলে আশা করছি। গত বছরের বন্যায় সিলেট অঞ্চলের হাওরে ফসলহানি ঘটেছে,এবার সেটা কোনভাবেই হতে দেয়া যাবে না। ফসলহানি রোধে সব ধরনের আগাম ব্যবস্থা নেয়া হবে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সুনামগঞ্জে এবার প্রায় ৬০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত করা হবে। বাঁধ মেরামতে কোন ধরনের দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না। এবার পিআইসি নির্বাচনে কোন মধ্যস্বত্বভোগীদের স্থান দেয়া হবে না। পিআইসি নির্বাচনে পরিবর্তন আনা হয়েছে। সবাইকে সম্পৃক্ত করা হয়েছে।

আনিসুল হক মাহমুদ বলেন,গতবার যখন বন্যা হয়েছে দোষ পানি উন্নয়নবোর্ডকে দেয়া হয়েছে,আমি এখনো বলি করপসন ইস এ সেপারেট ইস্যু, ফ্লাড ইস এ সেপারেট ইস্যু,ওখানে যদি কংক্রিটের ওয়াল থাকত তবুও পানি ঢুকত। কারণ হচ্ছে পানি উপচে পড়লে করার কিছুই থাকে না।

মতবিনিময় সভায় বক্তব্য দেন- সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া আহমদ, সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন,পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক একে মুমতাজ উদ্দিন, হাওর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :