রাজশাহীতে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৭, ১৪:২৪

ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে শনিবার সকালে বিভিন্ন মসজিদ ও সংগঠনের উদ্যোগে মহানগরীতে জশনে জুলুস বের করা হয়। মহানগরীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) দরগা শরীফে গিয়ে তা শেষ হয়।

এখানে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মহানগরীর শিরোইল কলোনি বাইতুল মামুর জামে মসজিদ এবং আনজুমান আশরাফিয়া সকাল সাড়ে ৮টার দিকে দিনটি উপলক্ষে বিশাল জশনে জুলুস বের করে।

অপরদিকে সকাল ৯টায় খানকায়ে গাওসুল আজম গাওসিয়া, তালীমে কোরআন তামাউয়াফি মাদ্রাসা, ইস্কে নবী ভক্তবৃন্দের উদ্যোগে মহানগরীতে পৃথক জশনে জুলুস বের করা হয়। গাউছিয়া কমিটি মহানগর শাখার উদ্যোগে বের করা জশনে জুলুসটি শিরোইল কলোনি ৪ নম্বর গলির শেষ মাথায় বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের করা হয়।

এটি হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজারে গিয়ে শেষ হয়। মাজারে চাদর চড়ানোর পর, পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারত করে সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন শিরোইল কলোনি বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আতাউল মোস্তাফা কাদেরী।

শোভাযাত্রা শেষে মসজিদে ফিরে মিলাদ মাহফিল ও দোয়া খায়ের করে শিরনি বিতরণ করা হয়।

এ সময় গাউছিয়া কমিটির সভাপতি ড. শরিফুল ইসলাম, সহ-সভাপতি জাহিদ হোসেন মুন্না, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, প্রচার সম্পাদক খালেদ হোসেন ভোলাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ সুফি ফাউন্ডেশনের উদ্যোগে নূরানী আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

এদিকে মহানগরীতে দিনভর আয়োজন করা হয়েছে- আলোচনা সভা, ওয়াজ মাহফিল ও মিলাদ মাহফিল, হামদ ও নাথ প্রতিযোগিতা। এসব অনুষ্ঠানে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (স.) জীবনাদর্শের সঠিক অনুসরণ-অনুশীলনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে।

এছাড়া বাদ মাগরিব দরগা মসজিদের আলোচনায় অংশ নেবেন দরগা মসজিদের খতিব মাওলানা মেস্তাফিজুর রহমান কাশেমী ও জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার মুহাদিস মাওলানা নেছার উদ্দিন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানগরীর প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহে কালেমা তৈয়বাখচিত পতাকা উত্তোলন করা হয়েছে।

সকাল থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার, হাসপাতালসহ বিভিন্ন এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে। সন্ধ্যায় নগর ভবনসহ মহানগরীর বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ ভবনসমূহে আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/আরআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :