বংশালে জুতার কারখানার দুই শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৬
ফাইল ছবি

পুরান ঢাকার বংশাল থানার সিদ্দিকবাজারের একটি জুতার কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন মনির হোসেন (৪৫) এবং রনি (১১)।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

দগ্ধদের সহকর্মী সবুজ বলেন, দুপুরে সিদ্দিকবাজারের একটি জুতার কারখানার দ্বিতীয় তলায় কাজ করছিল মনির ও রনি। ওই সময়ে বৈদ্যুতিক তারের প্লাগ লাগাতে গিয়ে জুতার সলিউশনে আগুন ধরে যায়। এতে মনির ও রনি দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল বলেন, মনিরের শরীরের ২১ শতাংশ ও রনির শরীরের ১১ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

দগ্ধ মনির হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার আটকাপাড়া মাসুমপুর গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে এবং রনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আশুদিয়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :