বকশীগঞ্জ পৌর নির্বাচন: আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৭, ২১:০৭

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিপক্ষে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান ও আনোয়ার হোসেন বাহাদুরকে দল থেকে বহিষ্কার করেছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা মহিলালীগের সভাপতি শাহীনা বেগমকে মনোনয়ন দেয়া হয়। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এএম নুরজ্জামানকে ও উপজেলা তাঁতীলীগের আহবায়ক আহবায়ক এসএম বদরুদ্দোজা পি.এ নির্বাচনে অংশ নেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমকে দলীয় মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী মাঠে কাজ করছে।

অপরদিকে বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ফখরুজ্জামান মতিন।

২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :