সাউথ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৬ | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৮

দোকানে মালামাল লুটপাটে বাধা দেয়ায় সাউথ আফ্রিকায় জামাল উদ্দিন (৩৪) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নিহত জামাল উদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের আবুল খায়ের বেচু মিয়ার ছেলে। জামাল উদ্দিনের মুমু (১১) ও ফারহান (৩) নামের দুটি সন্তান রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাজন জুলু নাটাল এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে স্থানীয় আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতের ভাই কামাল উদ্দিন ঢাকাটাইমসকে জানান, জামাল উদ্দিন ঢাকায় মুদি ব্যবসায় করতেন। পরে জীবিকার তাড়নায় গত দুই বছর আগে সাউথ আফ্রিকা যান তিনি। সেখানে প্রথমে এক বছর একটি কোম্পানিতে চাকরি ও পরে গত বছর ডারবান শহরের কাজন জুলু নাটাল এলাকায় নিজেই একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।

আফ্রিকার স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। এসময় একদল নিগ্রো সন্ত্রাসী জামাল উদ্দিনের দোকানে ঢুকে মালামাল ও ক্যাশ থেকে টাকা লুট করছিল। এসময় জামাল তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তার মাথায় পিন্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনার পর জামাল উদ্দিনের এলাকা ও পরিবারে মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ শুনে জামাল উদ্দিনের বাবা ও স্ত্রী শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ উদ্ধার

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে: নাছিম

বাহরাইনে সাবের আহমেদের চাচা ও শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :