বাংলাদেশে অনুপ্রবেশকালে নাইজেরিয়ান নাগরিক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৭, ২০:৪২
ফাইল ছবি

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় বেনাপোল ও তের ঘর সীমান্ত থেকে স্টিভিন ওসাটো ৪০ নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দুপুরে বেনাপোল সীমান্তবর্তী গাতিপাড়া তেরঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বেনাপোল সীমান্তের তেরঘর এলাকা থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে একটি নাইজেরিয়ান পাসপোর্ট উদ্ধার করা হয়। যার নম্বর-এ ০৮১৪৬৮৭২। পাসপোর্টে তিনি নাইজেরিয়া থেকে বিজনেস ভিসা নিয়ে গত ১২ ডিসেম্বর তিনি নয়া দিল্লিতে আসেন। ধারণা করা হচ্ছে, বাংলাদেশি ভিসা না থাকায় তিনি অবৈধ পথে বাংলাদেশে আসেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, অবৈধ পথে ভারত থেকে প্রবেশকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে। আটক বিদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :