রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১১:৩৯ | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৭, ১১:৩৩
ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি ও সূত্রাপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে ধানমন্ডিতে মাইক্রোবাসের ধাক্কায় এক রিকশাচালক এবং সূত্রাপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন আবুল কালাম এবং আনোয়ার হোসেন।

শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দুটি দুর্ঘটনার মধ্যে রাজধানীর ধানমন্ডি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আবুল কালাম নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।

নিহত আবুল কালামের ছেলে ইমন হোসেন জানিয়েছেন, ভোর ছয়টার দিকে ঘর থেকে রিকশা নিয়ে বের হন আবুল কালাম। ধানমন্ডি ১৯ নম্বর সড়কের মাথায় পৌঁছার পর একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে তার মৃত্যু হয়।

নিহত আবুল কালাম কিশোরগঞ্জ জেলার ইতনা থানার বাটলা গ্রামের দুলু মিয়ার ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাগ বৈশাখী মার্কেটের কাছে একটি টিনসেট বাড়িতে বসবাস করতেন।

অন্যদিতে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানার বড় মসজিদ এলাকার সামনে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আনোয়ার হোসেন নামের একটি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আনোয়ার হোসেনের সহকর্মী বাদশা মিয়া জানান, সকালে নির্মাণাধীন ১০তলা ভবনের ছয় তলার দেওয়ালের বাইরের অংশে পানি দিচ্ছিল আনোয়ার। ওই সময় অসাবধনতাবশত পা পিছলে নিচে পড়লে তিনি গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার নাভানা গ্রুপের নির্মাণ শ্রমিক ছিলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি লাশই জরুরি বিভাগের মর্গে রয়েছে।

ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স: পলক

আবারও দেশের সাত জেলার ওপর বইছে মৃদু তাপপ্রবাহ

‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

হিন্দাল শারক্বীয়ার তিন সদস্য গ্রেপ্তার, নিখোঁজরা কি আছে এই তালিকায়?

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স

এই বিভাগের সব খবর

শিরোনাম :