ভারতে গুজব ছড়িয়ে গুগল প্রকৌশলীকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৪:৪৩

এবার শিশু চোর সন্দেহে গুগল প্রকৌশলীকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। ভারতের কর্নাটক রাজ্যের বিদর জেলায় এ ঘটনা ঘটেছে। এসময় আরও তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে জনতা। শিশু চোর গুজবে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় মিডিয়াগুলো জানিয়েছে, মৃত গুগল প্রকৌশলীর নাম মুহম্মদ আজাম আহমেদ৷ তিনি হায়দরাবাদের মলকপেটের বাসিন্দা৷ আর আহত তিনজন কাতারের বাসিন্দা।

অউরদ পুলিশ থানার এক আধিকারিক জানিয়েছেন, হোয়াটস অ্যাপের একটি গ্রুপে তিনজন ওই চারজনের ছবি ও নাম দিয়ে শিশু চোর বলে গুজব ছড়ায়৷ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এছাড়া গণপিটুনির ঘটনার জড়িত থাকার অভিযোগে আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

ভারতের কয়েকটি রাজ্যে শিশু চোর গুজবে কান দিয়ে সাম্প্রতিক সময়ে বহু মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে এ ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার এ বিষয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ড হাতে নিলেও গুজব ছড়ানো এবং মানুষ হত্যা থামছে না।

(ঢাকাটাইমস/১৫জুলাই/একে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :