মুমিনুল ওয়ানডে ও সৌম্য টি-টোয়েন্টি অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৮, ১৮:৫৪

দুজনেরই খারাপ সময় যাচ্ছে। বাজে ফর্মের কারণে বাংলাদেশ দলের বাইরে ওপেনার সৌম্য সরকার। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন বটে, কিন্তু রান পাননি মুমিনুল। বাংলাদেশ ‘এ’ দলের অধিনাযক করে এ দুজনকে পাঠানো হচ্ছে আয়ারল্যান্ড সফরে। কঠিন কন্ডিশনে খেলা যাতে আস্থা ফিরে পান তারা।

আয়ারল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ওয়ানডেতে দলকে নেতৃত্বে দেবেন মুমিনুল হক। এ ফরম্যাটে সহঅধিনায়ক করা হয়েছে সৌম্য সরকারকে। টি-টোয়েন্টি সিরিজের অধিনায়কত্ব সৌম্যর কাঁধে। সফরে আইরিশ ‘এ’ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আগামী ১ আগস্ট শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৩ আগস্ট শুরু টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (ওয়ানডে অধিনায়ক), সৌম্য সরকার (টি-টোয়েন্টি অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন, সাঈদ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন (জুনিয়র), জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।

(ঢাকাটাইমস/২৩জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :