নগরে চলাচলে দুর্ভোগের চূড়ান্ত রূপ

এম গোলাম মোস্তফা ও নজরুল ইসলাম, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ২১:৩৬ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৮, ২০:৩০

নাসির হোসেন সরকারি চাকুরে। শ্যামলী এলাকার বাসিন্দা। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস শেষ করে বাসের জন্য ঢাকা কলেজের সামনে অপেক্ষা করছিলেন।

দীর্ঘ সময় অপেক্ষার পর বিআরটিসির একটি বাস আসতে দেখে প্রস্তুতি নেন ওঠার। কিন্তু আসন না থাকায় চালকের সহকারীর উঠতে বাধা। বিরক্ত হয়ে হেঁটেই রওনা দেন।

ঢাকাটাইমসকে নাসির বলেন, ‘গত কয়েকটা দিন কি কষ্টের মধ্য দিয়ে জীবন চলছেরে ভাই সেটা বলে বোঝাতে পারব না। আমাদের মতো মধ্যবিত্ত লোকের পক্ষে তো আর সিএনজি বা রিকশায় করে অফিস করা সম্ভব না। যেখানে ৩০-৪০ টাকা দিয়ে যাতায়াত করতাম সেখানেতো আসা-যাওয়ায় ৫০০-৬০০ টাকা খরচ করা সম্ভবই না। তাই হেঁটেই যাচ্ছি, যতক্ষণ লাগার লাগুক।’

নাসির হোসেনের দুর্দশার কথা শুনে একটু সামনে এগিয়ে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে বেশ কয়েকজনকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। আবুল বশর নামে এক যাত্রীকে দেখা যায় অন্য যাত্রীদের গন্তব্য জানার চেষ্টা করছেন। যাত্রীরা যে যার গন্তব্য বলতেই তার গন্তব্যের সঙ্গে মিল পাওয়া যাত্রীদের ভ্যানে করে যাওযার প্রস্তাব রাখেন।

কয়েকজন যাত্রী তার প্রস্তাবে রাজি হলে তারা একটি ভ্যানে করেই গন্তব্যে রওয়ানা করেন।

আবুল বশর বলেন, ‘আমি নিউমার্কেটে কাপড়ের ব্যবসা করি। ছাত্রদের এই আন্দোলনে গত কয় দিন ধইরা বেচাকেনা নাই, খুব বিপদের মধ্যে আছি। ছাত্র আর বাস মালিকগো রেষারেষিতে আমগো জীবন শেষ হইয়া যাইতাছে। আমরা সাধারণ মানুষ এইডা থেকে মুক্তি চাই।’

‘প্রতিদিন আসা-যাওয়ায় কতগুলা টাকা চলে যাইতেছে, কিন্তু ইনকাম নাই কিছুই। দেখন না, টাকায় কুলায় না দেইখা কয়েকজনরে লইয়া ভ্যানে কইরা যাইতেছি।’

নাসির-বশরসহ অনেক যাত্রী তাদের গন্তব্যে যাওয়ার একটা উপায় খুঁজে নিলেও রাজধানীর বেশিরভাগ সড়কেই অফিস ছুটি হওয়ায় গণপরিবহনের অপেক্ষায় হাজার মানুষের চিত্রটা ছিল একই রকম। সেখানে বহু মানুষের দীর্ঘ অপেক্ষা বাসের জন্য। কিন্তু গণপরিবহন নেই।

বিআরটিসির কয়েকটি বাস চলছে। চলছে প্রাইভেট কার, হিউম্যান হলার, মোটরসাইকেল, সিএনজি আর অজস্র রিকশা। কিন্তু এসব পরিবহনে সংকুলান হচ্ছে না নগরবাসীর। আবার ভাড়া লাগছে বেশি।

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পরদিন থেকে সড়কে অবস্থান নিয়ে যানবাহন আটকে রেখে বিক্ষোভ করে ছাত্ররা। টানা ছয় দিন রাজপথে অবস্থান নেয়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা রবিবার আর রাস্তায় সেভাবে নামেনি।

তবে নিরাপত্তার অভাবের কথা বলে দুই দিন ধরে বন্ধ রাখা বাস এখনও চালানো শুরু করেননি পরিবহন মালিকরা। সেটি আন্তঃজেলার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি প্রযোজ্য নগর পরিবহনের ক্ষেত্রে।

পরিবহন মালিকরা অঘোষিত ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছিল ৩১৭টি বাস ভাঙচুর আর আটটিতে আগুন দেয়ার পর। তবে এখন আর সেটি নেই, কিন্তু বাস কখন থেকে নামবে, সেই ঘোষণা আসেনি।

এই অবস্থায় কেউ পায়ে হেঁটে, কেউ আবার অতিরিক্ত ভাড়ায় অটোরিকশা ও রিকশায় চড়ে গন্তব্যে যেতে দেখা গেছে। ট্রাক-পিকআপে করেও মানুষকে গন্তব্যে যেতে দেখা গেছে।

পল্টন থেকে শাহবাগের দিকে হেঁটে যাচ্ছিলেন আমিনুর রহমান। ঢাকাটাইমসকে বলেন, ‘আধা ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু পাইনি। শিক্ষার্থীরা তো যান চলাচলে বাঁধা-বিঘ্ন সৃষ্টি করছে না। তাহলে গাড়ি চলতে বাঁধা কোথায়?

বিরক্তি দেখা গেল শিক্ষার্থীদের প্রতিও। ইসতিয়াক হোসেন নামে একজন বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলনে এখনও কেন থাকবে? তাদের দাবি তো মেনে নেয়ার কথা বলছে সরকার, আবার বাস্তবায়নে কাজ করছে শুনছি। এভাবে মানুষকে আর কত দিন ভোগান্তি সহ্য করতে হবে?’

বে-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইলিয়াস আহমেদ জুরাইন থেকে পল্টন এসেছেন পায়ে হেঁটে। বলেন, ‘হরতাল-অবরোধেও নিয়মিত অফিস করেছি বাসে করে। এভাবে হেঁটে আসতে হয়নি।’

মতিঝিল থেকে ফার্মগেট যাচ্ছেন আব্দুল আউয়াল, বয়স পঞ্চাশোর্ধ। ঢাকাটাইমসকে বলেন, ‘মতিঝিল কাকরাইল পর্যান্ত হেঁটে আসলাম, যাব ফার্মগেট। মালিক-শ্রমিকরা মানুষকে জিম্মি করতে চাচ্ছে।’

ছাত্ররা তো রাস্তায় নেই, গাড়ি কবে ছাড়েবে- জানতে চাইলে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ঢাকাটাইমসকে বলেন, ‘ছাত্ররা ভাঙচুর বন্ধ করুক, বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এনআই/জিএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :