টাঙ্গাইলে জাপা সম্পাদকসহ পাঁচ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫২

টাঙ্গাইলে ছিনতাই, চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগের মামলায় টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবুল মনসুর মিয়া জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সাথে অভিযুক্ত অন্যরা হলেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক সামসুদ্দৌহা যুবরাজ, মোজাম্মেল হকের মেজ ছেলে নবীন, জাতীয় ছাত্রসমাজের নেতা সানি ও রাজু।

আদালত সূত্র জানায়, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবদুস সালাম চাকলাদার গত ৩ আগস্ট টাঙ্গাইল সদর থানায় মোজাম্মেল হক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সৈয়দ শামসুজ্জোহা যুবরাজ, মোজাম্মেল হকের ছেলে মবিন হক এবং জাতীয় পার্টির কর্মী রাজু ও সানির বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়।

মামলার পর মোজাম্মেল হকসহ ওই পাঁচ আসামি হাইকোর্ট থেকে চার সপ্তাহের অস্থায়ী জামিন লাভ করেন। দুদিন আগে সেই জামিনের মেয়াদ শেষ হয়ে যায়। ২ সেপ্টেম্বর পর্যন্ত এ জামিন আদেশে হাইকোর্ট নিম্ন আদালতে জামিননামা জমা দেয়াসহ ৩ সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার আসামি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ পাঁচ নেতাকর্মী হাইকোর্টের ওই নির্দেশ অমান্য করে মঙ্গলবার মোজাম্মেল হকসহ পাঁচ আসামি টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক আবুল মনসুর মিয়া জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এদিকে মোজাম্মেল হকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে দুপুরে জাতীয় পার্টির একাংশ টাঙ্গাইল শহরে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় শহীদ মিনারে সমাবেশ করে। দলের জেলা শাখার সদস্য মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি মনোয়ারা বেগম, মধুপুর উপজেলা শাখার সভাপতি এম এ হান্নান ইস্পাহানি, কালিহাতী উপজেলা শাখার সভাপতি আবদুল আজিজ, শহর জাতীয় পার্টির নেতা আহসান খান, শ্রমিক পার্টির আতোয়ার রহমান বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :