ফেসবুকে পরকীয়া, বিয়ের দাবিতে গৃহবধূর অনশন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:২১

গাজীপুরের শ্রীপুরের শৈলাট গ্রামে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে এক গৃহবধূর অনশনের সংবাদ পাওয়া গেছে।

বুধবার বিকাল থেকে প্রেমিকের বাড়িতে গৃহবধূ অনশন শুরু করলে তিনি পালিয়ে যান। তবে তিন ধরে অনশন করলেও পুলিশ এ বিষয়ে কিছু জানে না বলে জানায়।

গৃহবধূ (৩৫) শৈলাট গ্রামের শ্যামল মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। তার সাথে একই এলাকার আরিফুল ইসলামের (২০) সাথে গত দেড় বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

দুই পক্ষের পরিবার বলছে, অনশনকারী বুধবার থেকে যুবকের বাড়িতে এসে অবস্থান নেয় ওই গৃহবধূ। এসময় যুবকের সাথে প্রেমের সম্পর্ক দাবি করে তার সাথে বিয়ের দাবি জানান। তবে প্রেমিক যুবক তাকে বাড়িতে দেখেই গা ঢাকা দেন। তবে যুবকটির পরিবার গৃহবধূর সংসারে স্বামী-সন্তান থাকায় এবং উভয়ের বয়সের কথা বিবেচনা করে তাকে বুঝিয়ে বাড়িতে পাঠানোর চেষ্টা করছেন।

তবে গৃহবধূর দাবি, তার সাথে গত দেড় বছর ধরে আরিফের প্রেমের সম্পর্ক চলছে। আরিফ তাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও গড়ে তুলেছে। সে আগের ঘরের স্বামী ও দুই কন্যা রেখে প্রেমিক আরিফকে বিয়ের জন্যই ঘর ছেড়েছেন। এখন বিয়ে না করলে তিনি বাড়ি ছাড়বেন না।

গাজীপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম বাচ্চু জানান, এ ঘটনায় তিনি যুবকের বাড়িতে গিয়ে গৃহবধূকে বুঝিয়েছেন। কিন্তু তিনি বাড়ি ছাড়ছেন না।

মাওনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :