মেধাবী নাজমুলের পাশে কুষ্টিয়ার এসপি

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৮, ১৫:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া গরিব অদম্য মেধাবী নাজমুলের ভর্তির জন্য কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার এসএম তানভির আরাফাত নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

সোমবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের নিজ কক্ষে নাজমুলের হাতে এ অর্থ তুলে দেন পুলিশ সুপার।

এ সময় নাজমুলের দিনমজুর পিতা আজিজ হোসেন ও মা নাসিমা খাতুন ও হালসা ডিগ্রি কলেজের শিক্ষক ইমাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার বলেন, আমিও অর্থাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। অর্থাভাবে নাজমুলের মত অদম্য মেধাবী একজন ছাত্র চান্স পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না- এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। তাই সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিয়ে ফেলি ছেলেটিকে সহযোগিতা করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির হওয়ার জন্য তার হাতে নগদ টাকা তুলে দেয়ার পাশাপাশি নাজমুল যাতে পড়ালেখা চালিয়ে যেতে পারে- তার সব ব্যবস্থা তিনি করবেন বলে ঘোষণা দেন। বলেন, তোমার যে কোন প্রয়োজনে আমি তোমার পাশে আছি।

নাজমুলের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, দৃঢ়তা ও মনোবল রেখে সামনের দিকে এগিয়ে যাও। ছাত্রাবস্থায় আমি নিজেও টিউশনি করে পড়ালেখার খরচ চালিয়েছি। ঢাকায় প্রচুর টিউশনির সুযোগ রয়েছে। তুমি অবসর সময় টিউশনি করে পড়ালেখার খরচ জোগাড় করতে পারো। এসপি নাজমুলকে পরামর্শ দেন রাজনীতি অ্যাভোয়েড করার চেষ্টা করবে। আর যদি রাজনীতি করতেই হয় তাহলে প্রগতিশীল, মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দল করবে।

এছাড়া কুষ্টিয়ার মৌবন সুইটস নামে একটি প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে যত দিন পড়ালেখা শেষ না হবে ততদিন পর্যন্ত নাজমুলকে মাসিক ২৫০০ টাকা করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সাবিনা আঞ্জুম জনি রবিবার নাজমুলের উপস্থিতিতে গণমাধ্যম কর্মীদের কাছে এ ঘোষণা দেন।

প্রাইভেট টিউশনি আর দিনমজুরি করে সংসারের ঘানি টেনেও কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করে অদম্য মেধাবী নাজমুল।

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে নাজমুল মেধা তালিকায় ৪৭৬ নম্বরে রয়েছে।

নাজমুল জানান, অনেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ভাল কোচিংয়ে ভর্তি হয়। অনেক পড়াশোনা করেন। কিন্তু অভাবের কারণে সে কোচিং করার কোন সুযোগ পাইনি। প্রাইভেট টিউশনির পাশাপাশি যতটুকু সময় পেয়েছে বাড়িতে পড়াশোনা করেছেন। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। মনোবল ছিল মেধা তালিকায় তার নাম থাকবে। বাস্তবেও তাই হয়েছে। মেধা তালিকায় তার নাম এসেছে। আগামী ২১ আগস্ট তার ভাইবা পরীক্ষা রয়েছে। নাজমুলের ইচ্ছা ইংরেজি সাহিত্য নিয়ে পড়ালেখা করার। তবে মেধা তালিকায় স্থান পেয়েও শেষ পর্যন্ত অর্থাভাবে নাজমুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং পড়ালেখা চালিয়ে যেতে পারবে কিনা এ নিয়ে সংশয়ে ছিলেন।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :