রোহিঙ্গারা এখন আমার চেয়েও নাদুস-নুদুস: মায়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৫:২৮ | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ১৫:০৫
কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে ঈদের দিনে খেলারত রোহিঙ্গা শিশুরা

মিয়ানমারের রাখাইনে সেনা নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা ‘হাড্ডিসার’ রোহিঙ্গারা এখন মোটা আর স্বাস্থ্যবান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বলেছেন, ‘তারা (রোহিঙ্গা) যখন বিতাড়িত হয়ে বাংলাদেশে আসে, সবার তাদের শরীরে ছিল হাড্ডিসার, কঙ্কাল। কিন্তু এখন সবাই আমার মতো নাদুস-নুদুস হয়ে গেছে। মোটা স্বাস্থ্যবান হয়ে গেছে। কোরবানির সময় গরুও কোরবানি করছে।’

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মায়া বলেন, ‘বলা নেই কওয়া নেই লাখ-লাখ রোহিঙ্গা দেশে এসে হাজির। জনদরদি শেখ হাসিনা সবাইকে আশ্রয় দিয়েছেন। মাদার অব হিউম্যানিটি সবাইকে আশ্রয়সহ সকল মৌলিক চাহিদা দিচ্ছেন।’

‘রোহিঙ্গাদের আমরা দুই লাখ ২৫টি ঘর করে দিয়েছি। ৬ হাজার টিউবওয়েল স্থাপন করে দিয়েছি। ৩০ হাজার গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। কেউ বলতে পারবে না- বিনা চিকিৎসায় কিংবা না খেয়ে একটি রোহিঙ্গাও মারা গেছে।’

এসময় রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে যেতে পারে তার জন্য জনমত তৈরি করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান মন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়ন তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার হাত ধরে এই মন্ত্রণালয়ে অনেক উন্নয়ন হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।’

বাংলাদেশে হঠাৎ নতুন নতুন দুর্যোগের আবির্ভাব হচ্ছে জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, ‘ছোটবেলায় আমরা দুর্যোগ বলতে বুঝতাম বন্যা ও চট্টগ্রামের ঘূর্ণিঝড়।

‘কিন্ত এখন খরা, পাহাড়ধস, নদীভাঙন, শিলাবৃষ্টি দেখছি। এমনকি অনেকে বজ্রপাতে মারা যাচ্ছেন।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামালসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স: পলক

আবারও দেশের সাত জেলার ওপর বইছে মৃদু তাপপ্রবাহ

‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

হিন্দাল শারক্বীয়ার তিন সদস্য গ্রেপ্তার, নিখোঁজরা কি আছে এই তালিকায়?

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স

এই বিভাগের সব খবর

শিরোনাম :