গতির ঝড় তুলবে এই হাইপার কার

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১২:২৩ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৮, ১১:৩০

​সড়কে গতির ঝড় তুলতে নতুন হাইপারকার আনছে অ্যাস্টন মার্টিন। প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের নতুন হাইপারকারের ছবি ইন্টারনেটে প্রকাশ করেছে। এই গাড়ির নাম রাখা হয়েছে ‘ভালকাইরি’।

লুকিং টেকনোলজির দিক থেকে যে কোন হাইপারকারের সঙ্গে লড়াই করতে পারে এই গাড়ি। মাত্র ১৫০টি ‘ভালকাইরি’ মডেলের গাড়ি তৈরি করবে অ্যাস্টন মার্টিন।

‘ভালকাইরি’ গাড়িটি তৈরি করতে অ্যাস্টন মার্টিন বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘রেডবুল রেসিং’ কোম্পানির সহযোগিতা নিয়েছে।

নতুন মডেলের এই গাড়ির ওজন মাত্র ১১৩০ গ্রাম।

গাড়ির মধ্যে সব ফিচার ব্যবহারের জন্য ‘ভালকাইরি’এর দৈর্ঘ্য অনেক বড় করতে হয়েছে। এই গাড়ি তৈরিতে কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে। গাড়িটিতে ভি১২ ইঞ্জিন ব্যবহৃত হয়েছে।

অ্যাস্টন মার্টিনের প্রকাশিত ছবিতে দেখা গেছে ‘ভালকাইরি’র ভেতরে থাকছে ‘ফিট আপ' পজিশন। গাড়ি চালানোর অভিজ্ঞতাকে অন্য মাত্রা দেওয়ার জন্য এই সিটিং পজিশন ব্যবহার হয়েছে।

অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়ির এক একটির দাম হবে ৩.২ মিলিয়ন মার্কিন ডলার।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :