সিরাজদিখানে দফায় দফায় সংঘর্ষ, এলাকা পুরুষশূন্য

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৮, ২১:৩৮

মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচরে আবারও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও টেঁটাযুদ্ধ হয়েছে। নুরু বাউল ও নাছির মেম্বার পক্ষের মধ্যে এসব ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে পুলিশ এসে পুরস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকাটি এখন পুরুষ শূন্য।

শুক্রবার সারাদিন থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে বাউল বাড়ি ও মোল্লা বাড়ির লোকজন জড়ো হতে থাকেন। এর পর সন্ধ্যার আগে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, দুই-একদিন পরপর এ এলাকায় এক পক্ষ আরেক পক্ষের লোকজন পেলেই হামলা করে। বিকালে আশরাফ মুন্সী ও আবুল কালাম মোল্লাবাড়ি এলাকায় প্রবেশ করলে তাদের ধাওয়া করা হয়। খবর পেয়ে বাউল বাড়ির লোকজন টেঁটা, দা, বল্লম নিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নেয়। খবর পেয়ে মোল্লাবাড়ির লোকজন টেঁটা বল্লম নিয়ে প্রস্তুতি নেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। খবর পেয়ে পুলিশ এসে বিকাল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন জানান, আমার ঘটনাস্থলে ছুটে যাই। দুই পক্ষ প্রস্তুতি নিলেও আমরা তাৎক্ষণিক প্রস্তুতি নেয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোন হতাহতের খবর পাইনি। এলাকা এখন পুরুষ শূন্য। পুলিশ মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :