খোকসায় পাঁচজনকে কামড়ালো শেয়াল

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৮, ২২:৫৩
ফাইল ছবি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গ্রামে শিয়ালের কামড়ে পাঁচজন আহত হয়েছেন। তাদের খোকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকাবাসী শিয়ালটিকে মেরে ফেলেছেন।

শনিবার বিকালে উপজেলায় মির্জাপুর ও পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে আহতরা হলেন- মির্জাপুর গ্রামের রেজাউল করিমের ৭ম শ্রেণির স্কুলপড়ুয়া ছেলে মনির (১৪), পরিমলের ৭ম শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে তুলি (১৪), পদ্মবিলা গ্রামের শহিদুলের ছেলে ৫ম শ্রেণির শিক্ষার্থী ইমন (১২), পদ্মবিলা গ্রামের আব্দুল সর্দারের স্ত্রী রাজিয়া (৪৮) ও পদ্মবিলা গ্রামের আব্দুস সালামের স্ত্রী মনোয়ারা বেগম (৫৮)।

প্রত্যক্ষদর্শী ও আহত শিশু তুলির বাবা পরিমল খোকসা হাসপাতালে স্থানীয় সাংবাদিকদের জানান, শনিবার বিকালে বাড়ির পাশের মাঠে একটি শিয়াল ছাগলকে কামড় দিলে তুলি বাধা দিতে যায়। এসময় শিয়ালটি ছাগল ছেড়ে তুলিকে কামড় দেয়। তুলির চিৎকারে পাশের বাড়ি মনোয়ারা বেগম ও রাজিয়া ছুটে এলে শিয়াল তাদের দু'জনকেও হাতে পায়ে কামড় দেয়। পরে এলাকাবাসী শিয়ালটিকে ধরার জন্য চেষ্টা করলে মির্জাপুর গ্রামের মনিরা ও ইমনকে একইভাবে কামড়ায়।

স্বজনরা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসে।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিলুফা আক্তার জানান, শিয়ালের কামড়ে আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে, সরকারিভাবে কোনো ভ্যাকসিন সাপ্লাই না থাকায় এদেরকে ভ্যাকসিন দেয়া সম্ভব হয়নি বলেও জানান তিনি।

সন্ধ্যার পর উপজেলা নির্বাহী অফিসার তাসনীন আহতদের দেখতে হাসপাতালে যান। আহতদের সরকারিভাবে সুচিকিৎসা করানো হবে বলে তিনি জানান।

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :