ময়মনসিংহ-১ আসনে বিএনপি প্রার্থী ভোটে অযোগ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৭

খেলাপি ঋণের কারণে ময়মনসিংহ-১ আসনে বিএনপি প্রার্থী আলী আজগরের মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না।

ভোটের প্রচার শুরু হয়ে যাওয়ার পরদিন মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আলী আজগরের পক্ষে আদালতে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। বিএনপি নেতার খেলাপি ঋণ রয়েছে ফারমার্স ব্যাংকে। ব্যাংকটির পক্ষে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম মুকুল।

এ এফ হাসান আরিফ গণমাধ্যমকে জানান, নির্বাচন কমিশন আলী আজগরের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিলেন। ওই আদেশ চ্যালেঞ্জ করে ঋণ খেলাপির অভিযোগ এনে হাইকোর্টে রিট করে ফারমার্স ব্যাংক। ওই রিটের শুনানি নিয়ে গত ৯ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক তার মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আলী আজগর আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু সে আবেদন খারিজ হয়ে যাওয়ায় তিনি আর নির্বাচনে অংশ নিতে পারছেন না।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :