পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের স্নানোৎসব, হাজারো পূর্ণার্থীর সমাগম

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৪, ২৩:২৫
অ- অ+

বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় পুণ্য লাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে স্নানোৎসবে মেতেছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। হাজারো পূর্ণার্থী ভিড় করেছেন সৈকতে।

শুক্রবার ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলনের আয়োজনে কুয়াকাটা সমুদ্রসৈকতে স্নান অনুষ্ঠিত হয়।

কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে স্নানোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ জয়দেব ঠাকুর।

এখানে প্রতিবছর সানাতন ধর্মাবলম্বীরা সমুদ্রস্নানে আসেন। এসময় হাজারো সনাতন ধর্মাবলম্বীর কোলাহলে মুখরিত হয় কুয়াকাটা সৈকত। সৈকতে অনেকেই স্নান শেষে পরিবার নিয়ে গীতা পাঠ করেন, আবার কাউকে প্রার্থনাসহ ধর্মীয় রীতিনীতি মগ্ন থাকতে দেখা যায়। বরিশাল থেকে সমুদ্রস্নানে আগত কয়েকজন সানাতন ধর্মাবলম্বী জানান, এই দিন স্নান করলে অক্ষয় পুণ্য অর্জন করা যায়। এ স্নান জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে দেবে এবং জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে।

কুয়াকাটা রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন জানান, প্রতিবছরের ন্যায় অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠানটি যাথাযোগ্য মর্যাদায় পালন করছি। অনুষ্ঠান ঘিরে প্রশাসনের সার্বিক সহায়তা পাচ্ছি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় বেড়েছে। আমরা নিরাপত্তা জোরদার করেছি।

(ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা