নাটোরে বিএনপি প্রার্থীর পোস্টারে আগুন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ২০:৩৯

নাটোরে সিংড়ায় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী পোস্টারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার ৮ নম্বর শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

এছাড়াও সোমবার সন্ধ্যায় শুকাশ ইউনিয়নের জয়কুড়ি বাজারে স্থানীয় আ’লীগ নেতাদের বিরুদ্ধে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর ও আমিনুল ইসলাম নামে এক যুবদল নেতাকে মারপিটের অভিযোগ করেন বিএনপির নেতারা।

বিএনপির প্রার্থী দাউদার মাহমুদ বলেন, আ’লীগ তাদের নিশ্চিত পরাজয় দেখে বিএনপির নেতাকর্মীদের মারধর ও বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তার উপজেলার অধিকাংশ এলাকায় পোস্টার লাগাতে বাধা সৃষ্টি করছে। শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি গ্রামের উজানপাড়া ও ভাটোপাড়ায় প্রায় শতাধিক ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আর এর জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক কাজ করছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :