নির্বাচনে আসুন, লেভেল প্লেইং ফিল্ড আছে: এলজিআরডি মন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৬

বিএনপির উদ্দেশ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা দুই হাত তুলে বলবো, আপনারা নির্বাচনে আসেন, লেভেল প্লেইং ফিল্ড আছে। আমরা সবাই মিলে নির্বাচনে অংশ নিই।’ তিনি বলেন, ‘গত নির্বাচনেও আমরা তাদের বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পাঁচটি মন্ত্রণালয় নেন, সরকারে আসেন। তবুও তারা নির্বাচনে অংশ নেয়নি।’

শনিবার দুপুরে কুড়িগ্রামের দ্বিতীয় ধরলা সেতুর নির্মাণকাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির নতুন করে নির্বাচনকালীন সরকারের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তাদের কথায় আমরা সংবিধান পাল্টাতে পারি না। সংবিধান পাল্টানো সম্ভব না। তারা এলে সবাই মিলে ভোট দিয়ে সংবিধান সংশোধন হতো। তারা শুধু দাবি করলেই সংবিধান পরিবর্তন সম্ভব না।’

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন এলজিইডি প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী আজিজুর রহমান, রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বজলুর রহমান, দ্বিতীয় ধরলা সেতুর প্রকল্প পরিচালক মো. আল্লাহ হাফিজ, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন, ফুলবাড়ী ইউএনও দেবেন্দ্রনাথ উরাঁও, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিকসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।

পরে মন্ত্রী কুড়িগ্রামের ফুলবাড়ির বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার উন্নয়ন কাজ পরিদর্শন ও দাসিয়ার ছড়াবাসীর সাথে মতবিনিময় করেন।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের জনগণ আজ ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে: রিজভী

উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি-আ.লীগে অস্বস্তি, মাঠপর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত

প্রয়াত নেতা পিন্টুর কবর জিয়ারতে বিএনপি নেতারা

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে কমলাপুরে সিপিবির বিক্ষোভ

জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন: ফারুক

দেশের জনগণ আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

শাসকগোষ্ঠীর রক্তচক্ষুর কাছে গণমাধ্যম বারবার আত্মসমর্পন করেছে: বাংলাদেশ ন্যাপ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

কে এই মামুনুল হক? যেভাবে পান ব্যাপক পরিচিতি

হেফাজতের সাবেক নেতা মামুনুল হক কারামুক্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :