প্রচার প্রমাদ

নেয়ামত ভূঁইয়া
 | প্রকাশিত : ০৪ মে ২০২৪, ০৮:১৫

উদ্দেশ্যমূলক প্রচার আর

প্রকৃত কর্মের মধ্যে

যোজন যোজন ব্যবধান,

পরিকল্পিত তথ্যের বদৌলতে

অযোগ্যরা কুড়িয়ে নেয় কত কত

অযাচিত সম্মান!

পৃথিবীটা আসলে কি কতগুলো

নির্বোধের বাসস্থান?

এমন ভাবাটা যদিও বিশ্বমানবতার

ঘোর অপমান

তবে আপনি যতই করবেন

অণুসন্ধিৎস্য অনুসন্ধান,

পদে পদে পেয়ে যাবেন এর প্রকৃষ্ট

অকাট্য প্রমাণ

মানুষের সিদ্ধান্ত গ্রহণের কি

নাই কোন যৌক্তিক প্রামাণ্য দৃঢ় ভিত্তি?

তাহলে মানুষকে চালনা করে

তার কোন নিরপেক্ষ শুভ-প্রবৃত্তি?

কেমন করে সত্য-প্রতিষ্ঠা হবে

দেশে দেশে, কালে কালে?

মানুষ যদি আটকে থাকে নিত্যদিন

ফেরেবির জঞ্জালে?

মানুষকে মুক্তি দিতে পারে

বিধাতার স্বর্গীয দীপ্তির দ্য্যুতি,

তাছাড়া মরবে সভ্যতা,

মুখ থুবড়ে পড়বে প্রগতি

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :