শার্শায় পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

যশোরের শার্শার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ইমরান হোসেন (৩৬), তরিকুল হোসেন (৩২), রাফাত হোসেন (২৫), আব্দুল গফুর (৩৭) আতাউর রহমান (৫২), হেলাল উদ্দিন (৩৯), রাসেল হোসেন (২৭), নুর হোসেন (৪১), আনজুয়ারা খাতুন (৩৫) ও ছালেহা বেগম (৩৬)। এসব আসামিরা শার্শা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা ঘুরাঘুরি করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল ওইসব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আজ দুপুরের পর যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন