শার্শায় পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার 

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৪, ২৩:৩১
অ- অ+

যশোরের শার্শার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ইমরান হোসেন (৩৬), তরিকুল হোসেন (৩২), রাফাত হোসেন (২৫), আব্দুল গফুর (৩৭) আতাউর রহমান (৫২), হেলাল উদ্দিন (৩৯), রাসেল হোসেন (২৭), নুর হোসেন (৪১), আনজুয়ারা খাতুন (৩৫) ছালেহা বেগম (৩৬)। এসব আসামিরা শার্শা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা ঘুরাঘুরি করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল ওইসব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আজ দুপুরের পর যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা