আবার মিস্টার বিনের মৃত্যুর গুজব

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন ‘মিস্টার বিন’ খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন- এমন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যাতে মর্মাহত হয়েছেন তাঁর ভক্তরা। তবে খবরটি আদৌ সত্যি নয়। এর আগে ২০১৬ সালেও রোয়ানের ভুয়া মৃত্যুর খবর ছড়িয়েছিল।
গত ১৮ মার্চ একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে এ খবরটি ভাইরাল হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
জানা যায়, ওই টুইটে বলা ছিল, ‘ব্রেকিং নিউজ। ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মিস্টার বিন।’আর এ খবর সত্যি কি মিথ্যা তা প্রমাণ হওয়ার আগেই প্রায় তিন লাখ শেয়ার হয় এবং তার ভক্তরা এর মাঝেও শোক প্রকাশ করেন।
এদিকে বোয়ানের সুস্থতার কথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিলেন। এতে দেখা হাসিমাখা মুখ ও তাঁর সেই চিরাচায়িত হাসি।
রোয়ানের বয়স এখন ৬২। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তার সুস্থ থাকার খবর আপাতত স্বস্তি এনে দিয়েছে ভক্ত-অনুরাগীদের।
(ঢাকাটাইমস/২১মার্চ/এসজেআর/জেবি)

মন্তব্য করুন