নীলফামারীতে জঙ্গি প্রশিক্ষক গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০১৭, ২০:১৮
অ- অ+

দীর্ঘদিন পলাতক থাকা জঙ্গি হামলার এক প্রশিক্ষককে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৩ সিপিসি-২ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা।

রবিবার দুপুর ১টার দিকে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। আটক জঙ্গি সদস্য নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামের আফসার উদ্দিনের ছেলে শাহীন ইসলাম (৩৮)।

বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে নীলফামারী র‌্যাব-১৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি শাহীনুর কবীর জানান, নীলফামারী থানার এজাহার ও চার্জশিটভুক্ত (মামলা নম্বর-১, তারিখ-১ মে/২০১৬) এই জঙ্গি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে জেলা সদরের কাজীরহাট বাজারে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবির সক্রিয় সদস্য, জঙ্গি হামলার প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিয়মিত জেএমবিকে চাঁদা দেন বলে তিনি স্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা