মাদক বিক্রির অভিযোগে মুশফিকের ভাই গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০১৭, ১৭:৩৬| আপডেট : ০৪ জুন ২০১৭, ১৯:১৯
অ- অ+

ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবার বিরুদ্ধে হত্যা মামলার পর মাদকের মামলায় গ্রেপ্তার হলেন জাতীয় দলের টেস্ট দলের অধিনায়কের বড় ভাই মুজাহিদুল ইসলাম মিজু। শনিবার রাতে বগুড়া শহরের বৃন্দাবন পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার মুশফিকের ভাইকে আদালতে চালান করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মিজুর কাছে দুই বোতল ফেন্সিডিল ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, ‘মিজুকে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার করে মামলা করা হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।’

মুশফিকের ভাইকে আদালতে তোলার সময় সংবাদ কর্মী ও সাধারণ মানুষ সেখানে ভিড় করেন। বিচারক তার জামিন আবেদন নাকচ করলে তাকে কারাগারে নেয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় মুশফিকের ভাইয়ের ছবি তোলার চেষ্টা করেন স্থানীয়রা। তবে তিনি এ সময় তার চেহারা লুকান হাত দিয়ে।

গত মাসের ১৭ তারিখে বগুড়ায় জাসদ নেতার ছেলে স্কুলছাত্র মাসুক ফেরদৌস মাসুককে হত্যার অভিযোগে মামলা হয়েছে মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা। তাকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন মাসুকের বাবা এমদাদুল হক এমদাদ।

ঢাকাটাইমস/০৪জুন/প্রতিনিধি/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র তারেক রহমানের
বিএনপির সমাবেশে সাংবাদিক পরিচয়ে শিবিরকর্মী!
৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর, নেওয়া হয়েছে হাসপাতালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা