শুরুতেই রোহিতকে ফেরালেন মরকেল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুন ২০১৭, ২০:৫৭ | প্রকাশিত : ১১ জুন ২০১৭, ১৯:৩৬

শুরুতেই রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে দিলেন মরনি মরকেল। ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ভারতীয় এই ওপেনার। সাউথ আফ্রিকার দেয়া ১৯২ রানের জয়ের টার্গেটে এখন ব্যাট করছে ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১২ ওভারে এক ইকেট হারিয়ে ৪৭ রান।

জিতলেই সেমি, হারলেই বিদায়। এমন সমীকরণ সামনে রেখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা ও ভারত। লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে ১৯১ রান সংগ্রহ করে অলআউট হয়ে গেছে এবি ডি ভিলিয়ার্সরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন কুইন্টন ডি কক। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন ফাফ ডু প্লেসিস। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ২টি, জ্যাসপ্রীত বুমরাহ ২টি, রবীচন্দ্রন অশ্বিন ১টি, হার্দিক পান্ডে ১টি ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন।

(ঢাকাটাইমস/১১ ‍জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :