প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৪, ১৩:১৮| আপডেট : ০৩ জুন ২০২৪, ১৬:২৩
অ- অ+

ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। নিরঙ্কুশ জয়ে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল মরেনা পার্টির প্রার্থী ক্লডিয়া শিনবাউম। আগামী ১ অক্টোবর বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের স্থলাভিষিক্ত হবেন তিনি।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মেক্সিকোর নির্বাচনি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, রবিবারের নির্বাচনে ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন মেক্সিকো সিটির সাবেক মেয়র শিনবাউম। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিবিসি বলছে, শিনবাউম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোসিটল গালভেজের চেয়ে ৩০ শতাংশ ভোট বেশি পেয়েছেন।

বুথফেরত জরিপ বলছে, জোসিটল ২৬.৬ শতাংশ থেকে ২৮.৬ শতাংশ ভোট পেয়েছেন। তবে বুথফেরত জরিপের এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন জোসিটল। তিনি সমর্থকদের আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেছেন।

লোপেজ ওব্রাডোরের আস্থাভাজন- মেক্সিকো সিটির সাবেক মেয়র ও বিজ্ঞানী ৬১ বছর বয়সি শিনবাউম তার বিজয়ী ভাষণে ভোটারদের বলেন: ‘২০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আমি মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হব, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি তোমাদের নিরাশ করব না।’

বিবিসি বলছে, শিনবাউমের এই জয় মেক্সিকোর জন্য একটি বড় পদক্ষেপ, একটি দেশ যা তার মাচো সংস্কৃতি এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রোমান ক্যাথলিক জনসংখ্যার জন্য পরিচিত, যেখানে ১৯৫৩ সালের আগে জাতীয় নির্বাচনে নারীদের ভোট দেওয়ার অনুমতিও ছিল না।

অন্যদিকে শুধু মেক্সিকো নয় গোটা লাতিন আমেরিকা অঞ্চলে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়া প্রথম নারী শিনবাউম।

(ঢাকাটাইমস/০৩জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা