৯৩ বছরে পঞ্চম বিয়ে করলেন মিডিয়া মুঘল মারডক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৪, ১৬:০২| আপডেট : ০৩ জুন ২০২৪, ১৬:২১
অ- অ+

কথায় আছে, প্রেম-ভালবাসা কোনও বয়স মানে না। মনের মিল থাকলে, বেশি বয়সে বিয়েও কোনও ব্যাপার নয়। ৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে এই প্রবাদকেই অক্ষরে অক্ষরে প্রমাণ করছেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ায় নিজের মোরাগা ভিনেয়ার্ড অ্যান্ড এস্টেটে আয়োজিত একটি অনুষ্ঠানে ৬৭ বছর বয়সি প্রেমিকা ও সাবেক রুশ জীববিজ্ঞানী এলিনা জুকোভাকে বিয়ে করেছেন মারডক।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিয়ের আগে এলিনা জুকোভার সঙ্গে কয়েক মাস ধরে ডেটিং করেছেন ৯৩ বছর বয়সী এই ধনকুবের। গত মার্চে মারডক ও এলিনা বাগদানও করেন বলে নিশ্চিত করে মারডকের দল।

এরআগে গত বছরই ডেন্টিস্ট ও রেডিও সঞ্চালক অ্যান লেসলি স্মিথের সঙ্গে বাগদান ঘোষণা করেছিলেন রুপার্ট মারডক। কিন্তু এক মাস হওয়ার আগেই সেই বাগদান ভেঙে যায়।

এদিকে ৬৭ বছর বয়সী এই নারী একজন অবসরপ্রাপ্ত রাশিয়ান মলিকিউলার বায়োলজিস্ট (আণবিক জীববিজ্ঞানী)। এলিনা জুকোভা রাশিয়ার নাগরিক হলেও, পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন। এর আগে রাশিয়ান তেল ব্যবসায়ি বিলিয়নেয়ার আলেকজান্ডার ঝুকভকের সঙ্গে সংসার করেন, তাদের একটি মেয়েও আছে।

প্রসঙ্গত, সংবাদমাধ্যমের প্রবাদপ্রতীম ব্যক্তি রুপার্ট মারডকের ব্যক্তিগত জীবনও বরাবরই খবরের শিরোনামে থেকেছে। ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ, টাইমস নেটওয়ার্কের মতো একাধিক সংবাদ প্রতিষ্ঠান তৈরি করেছেন রুপার্ট মারডক। গত নভেম্বরেই তিনি ছেলে লাচলানের হাতে যাবতীয় দায়িত্বভার তুলে দেন। ফোর্বসের তথ্য অনুযায়ী, তার সম্পত্তির পরিমাণ ২ হাজার কোটি ডলার।

বিবিসি জানিয়েছে, রুপার্ট মারডকের ছয় সন্তান রয়েছে। তার প্রথম স্ত্রী ছিলেন প্যাট্রিসিয়া বুকার। তিনি অস্ট্রেলিয়ার একটি এয়ারলাইন্সের বিমানসেবিকা ছিলেন। ১৯৬০-এর দশকে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপরে অ্যানা টোরি নামক একজন সাংবাদিককে বিয়ে করেন রুপার্ট মারডক। ৩০ বছর সংসার করার পর ১৯৯৯ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ওয়েন্ডি ডেঙ্গ-কে বিয়ে করেন এরপর। ২০১৩ সালে তৃতীয় স্ত্রীকেও ডিভোর্স দেন মারডক। শেষ বিয়ে ছিল মডেল জেরি হলের সঙ্গে।

(ঢাকাটাইমস/০৩জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা