বিশ্বসেরা হাফেজকে খালেদার শুভেচ্ছা
বিশ্বের ১০৩টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে প্রথম স্থান অধিকারী বাংলাদেশি হাফেজ তরিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের মুখ উজ্জ্বল করা এই হাফেজকে খালেদা জিয়া ঈদ সামগ্রী উপহার দিয়েছেন।
খালেদা জিয়ার আহ্বানে রবিবার রাতে গুলশান কার্যালয়ে আসেন হাফেজ তরিকুল ও তার উস্তাদ হাফেজ কারী নেছার আহমদ আন-নাছিরী।
ডাকে সাড়া দিয়ে নিজের কার্যালয়ে আসায় খালেদা জিয়া বিশ্বজয়ী হাফেজ ও তার উস্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, শামসুর রহমান শিমুল বিশাস, হাবিবুন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান শিমুল, শেখ শামীম এবং ওলামা দলের নেতারা।
২১তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন হাফেজ তরিকুল ইসলাম। ১০৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি প্রথম স্থান অধিকার করেন।
হাফেজ তরিকুল ইসলাম কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের মো. আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি রাজধানীর যাত্রাবাড়িতে হাফেজ কারী নেছার আহমদ আন-নাছিরি পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় হিফজ সম্পন্ন করেছেন।
(ঢাকাটাইমস/১৯জুন/বিইউ/জেবি)