গুলিবিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২৩:৩৭ | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৮, ১৯:৫২

ময়মনসিংহে গুলিবিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাবা ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস।

এমএ কুদ্দুস ঢাকাটাইমসকে জানান, কে বা কারা শাওনের পেটের ডানদিকে গুলি করে। সাত দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। টানা ১১ দিন জীবনের সঙ্গে লড়াই করে হেরে গেলেন শাওন।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি। তবে বিষয়টি পুলিশের তদন্তাধীন।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা শাওনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের লোকজনের অভিযোগ, রবিবার মধ্যরাতে জেলা পরিষদ অফিসের সামনে বন্ধুদের নিয়ে দাঁড়িয়েছিলেন শাওন। এসময় তাকে কে বা কারা গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে নিয়ে আসা হয়। সেখানে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/০৮মার্চ/এমডি/ডিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :