অন্তঃসত্ত্বা নারীকে ‘ধর্ষণচেষ্টা’র অভিযোগে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লায় অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণচেষ্টা করায় তানভীর আহমেদ ভুঁইয়া (৩২) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে জেলার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর আহমেদ ভুঁইয়া বাড়েরা ইউনিয়নের গনিপুর গ্রামের বাসিন্দা। তিনি বাড়েরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।
তবে নিহত তানভীর কি সত্যি ধর্ষণচেষ্টা করেছিলেন, নাকি তিনি কোনো আক্রোশের শিকার- সে বিষয়ে নিশ্চিত না হওয়ায় পুলিশ ওই অন্তঃসত্ত্বা নারীর স্বামী সেলিম মিয়াকে আটক করে থানায় নিয়ে গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্তঃসত্ত্বা ওই নারীর অভিযোগ, ‘রাত ২টায় তানভীর ঘরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমার স্বামীর সঙ্গে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। তানভীরকে পেটানোর পর সে অচেতন হয়ে যায় এবং একপর্যায়ে মারা যায়।’
বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভুঁইয়া জানান, ‘ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই। হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনাস্থল এতটাই ঘনবসতিপূর্ণ যে, ওই বাড়িতে কোনো উঠান নেই। এত বড় ঘটনাটি বাড়ির বা পাশের মানুষ জানবে না, সেটা হতে পারে না। স্থানীয়রা মুখ খুলছে না।’
এদিকে নিহত তানভীরের মা নিলুফা বেগমের দাবি, তার ছেলে পরিকল্পিত হত্যার শিকার। তিনি বলেন, ‘ওই নারীর অভিযোগ সত্য নয়। আমি হত্যার বিচার চাই।’
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্ত জানান, ‘মরদেহে আঘাতেরে একাধিক চিহ্ন আছে। তবে হত্যার কারণ এখনো পরিষ্কার নয়। জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামী সেলিমকে থানায় আনা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।’
(ঢাকাটাইমস/০৫জুন/এজে)

মন্তব্য করুন