ছাত্রলীগ নেতা মামুন হত্যার বিচার দাবি

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫০
অ- অ+

কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ নেতা মামুন আল রশীদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।

রবিবার দুপুর ২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের সঞ্চালনা ও সভাপতি এস এম বোরহান উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধন হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জোবায়ের, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, সাবেক সহ-সম্পাদক ইয়াছির আরাফাত, সাবেক সদস্য আবদুর রহিম শামীম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আল নোমান, দিদারুল আলম শুভ, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মামুনুর রহমান, সোহেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক, কলিম উল্লাহ, কাজী ওয়াসিম, দপ্তর সম্পাদক আবু তৈয়ব সোহেল, প্রচার সম্পাদক আবু বকর জীবন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তালুকদারসহ বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বক্তারা মাদকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দেয়া মামুনের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নতুবা দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি উচ্চারণ করেন।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা