মির্জাপুর মাধ্যমিক শিক্ষক সমিতিতে ইমরান-লুৎফর পরিষদ জয়ী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৮, ১৩:৫৩

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ইমরান-লুৎফর পরিষদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলা সদরের বাইমহাটি কিন্ডার গার্টেন স্কুলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত দশটার দিকে রির্টানিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান ফলাফল ঘোষণা করেন।

মোট ২৬টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৬টি পদে ভোট হয়। বাকি ১০টি পদে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় অপর প্যানেল মাসুদ-খোরশেদ পরিষদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

নির্বাচনে মোট ৬৩৬জন ভোটারের মধ্যে ৬৩০জন শিক্ষক কর্মচারী ভোট দেন।

ইমরান-লুৎফর পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি আতিকুর রহমান, দেওয়ান মো. কবির হোসেন, হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক সুলতান উদ্দিন, সহসাধারণ সম্পাদক সাদেক আলী মিয়া, আব্দুল আলীম, কোষাধ্যক্ষ চন্দ্র মোহন বিশ্বাস, দপ্তর সম্পাদক জাকির হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম মিঞা, চিত্ত বিনোদন সম্পাদক ফরিদ হোসেন, সহচিত্র বিনোদন সম্পাদক মো. হুমায়ূন কবির, ক্রীড়া সম্পাদক মো. তোফাজ্জল হোসেন খান, ধর্মীয় সম্পাদক (ইসলাম) মুহাম্মদ আনিসুর রহমান মিয়া, ধর্মীয় সম্পাদক (হিন্দু) সঞ্জিত সরকার।

বিজয়ী সভাপতি ইমরান হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাসুদুর রহমানের চেয়ে ১৯৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে লুৎফর রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বি খোরশেদ আলমের চেয়ে ১৯৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

ঢাকাটাইমস/০৫অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :