সিরাজদিখানে আওয়ামী লীগের সভায় সংঘর্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আওয়ামী লীগের কর্মিসভায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিকে জখম হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সিরাজদিখান আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে। এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের মহাজোট প্রার্থী মাহি বি চৌধুরী।

আহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লাল কামাল বলেন, আমাকে যুবলীগের নাহিদ, জাহিদ ও তার অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে আমার উপর হামলা করেছে। তারা ছুরি দিয়ে আমার মাথায় পোঁচ দিয়েছে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক নাহিদ সংঘর্ষের কথা অস্বীকার করে বলেন, আমাদের দলীয় কারো সাথে, কারো বিরোধ নেই। মাহি বি চৌধুরীর সাথে হাত মেলানোকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ সময় মাটিতে পড়ে গিয়ে একজন সামান্য আহত হন। কানো সাংবাদিককে হেনস্থা করা হয়নি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, বড় ধরনের ঘটনা ঘটার আগে পুলিশ সেখানে যায়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। কোন পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :