মিয়ানমার, চীনেও যাবে রেল: সুজন

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৯, ২১:৪৪

পঞ্চগড় থেকে বাংলাবান্ধা ও চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ি এবং কক্সবাজার থেকে মিয়ানমার ও চীন পর্যন্ত রেললাইন সম্প্রসারণের ঘোষণা দিয়েছের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বলেছেন, উচ্চগতির ট্রেন চালুর কথা।

বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনায় এবং জেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা ও রেলওয়ে পশ্চিম জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন নতুন রেলমন্ত্রী।

সুজন বলেন, ‘প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনায় দেশ দ্রুত দিকে এগিয়ে যাচ্ছে। ২০৩০ সাল পর্যন্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। উন্নত দেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী যে দূরদৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছেন, তা বাস্তবায়ন করতে হবে।’

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময়ে রেলওয়ে পশ্চিম অঞ্চলের লালমনিরহাট বিভাগের মহাব্যবস্থাপক মিজানুর রহমান, পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহাম্মেদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউস সুন্নাহ, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম আজম, পঞ্চগড় পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকসহ জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পঞ্চগড় সার্কিট হাউস এ মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন এবং পঞ্চগড় সরকারি মিলনায়তনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২৯ শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও সংস্কৃতি ট্রাস্টের প্রায় আট লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন মন্ত্রী।

এরপর বিকালে পঞ্চগড় শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সুজন।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স: পলক

আবারও দেশের সাত জেলার ওপর বইছে মৃদু তাপপ্রবাহ

‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

হিন্দাল শারক্বীয়ার তিন সদস্য গ্রেপ্তার, নিখোঁজরা কি আছে এই তালিকায়?

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স

এই বিভাগের সব খবর

শিরোনাম :