ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল দুইজনের

ঠাকুরগাঁও প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৯, ১৫:১২

ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার এই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার পুরাতন ঠাকুরগাঁও নিমবাড়ি এলাকায় ট্রলিতে করে চালকসহ তিনজন জেলার রুহিয়ায় যাচ্ছিলেন। পথে ট্রলিটি বিকল হয়ে পড়লে সড়কে দাড়িয়ে ছিল। এসময় বিপরীত থেকে আসা দ্রুতগামী মাটি বোঝাই একটি ট্রাক্টর এসে ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ তিন ট্রলিযাত্রী আহত হয়।

তাদের মধ্যে আনোয়ার হোসেনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত আনোয়ার পুরাতন ঠাকুরগাঁও বকসের হাট গ্রামের দবিরুল ইসলামের ছেলে। আহত ট্রলিচালক ফখরুল ইসলামসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে জেলার রানীশংকৈল উপজেলার পাইলট স্কুল মোড়ে মাটি ভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরচালকের সহকারী আব্দুর রহিম চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত ট্রলিচালক খোকনকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রহিম বাচোর ইউনিয়নের দোসিয়া গ্রামের সেলিমের ছেলে।

রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফিরোজ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই রহিম মারা গেছেন।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা টাইমস/২৯জানুয়ারি/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :