ফরিদপুরে ভুয়া প্রশ্ন বিক্রি: যুবক আটক

ফরিদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৯, ২০:১০

ফরিদপুরে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের টাকা হাতিয়ে নেয়ার দায়ে এক যুবককে আটক করেছে র‌্যাব। তার নাম মো. রাজীব হোসেন (১৯)। বুধবার দিবাগত রাত ১টার দিকে সালথা উপজেলার যুগিকান্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ফরিদপুর র‌্যাব কাম্পের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, বুধবার দিবাগত মধ্যরাতে মো. রাজীব হোসেনকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

মেজর তালুকদার জানান, অভিযুক্ত মো. রাজীব হোসেন একজন দক্ষ আইটি টেকনিশিয়ান। তিনি প্রতারণার উদ্দেশ্যে নিজেই এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেন। আর অর্থের বিনিময়ে সেসব সরবরাহ করার জন্য অনলাইন ভিত্তিক একটি ওয়েব পেইজ চালু করেন। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে নিজের বিকাশ অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

রাজীব হোসেনকে বৃহস্পতিবার বিকালে ফরিদপুর জেলার সালথা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/৩১জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :