সিলেটে পাহাড়ে দুদকের অভিযানে ছয় ভবন উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৯, ২০:৫৬

সিলেটের জৈন্তাপুরে পাহাড়ে অভিযান চালিয়ে ছয়টি ভবনসহ বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের কমিশনের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে পুলিশের সহায়তায় ভোর সাতটা থেকে এই অভিযান শুরু করে।

দুদকের সিলেটের সহকারী পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে চার সদস্যের দল এই অভিযানে অংশ নেয়। অবৈধভাবে পাহাড় কাটার কারণে পাহাড়ের মাটি বৃষ্টির পানির সাথে গড়িয়ে পাহাড় ধ্বংস এবং পার্শ্ববর্তী জমি ভরাট হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছিল। স্থানীয় পরিবেশবিদ, নাগরিক সমাজ ও জনসাধারণ দুদকের উদ্যোগে এ অভিযানকে স্বাগত জানিয়েছে।

এ অভিযান প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট অভিযানের ইউনিটের প্রধান মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী বলেন, ‘অবৈধ আর্থিক লেনদেন থেকে পাহাড় কাটা ও পাহাড় দখলের সূত্রপাত, যা পরিবেশ দুর্নীতি সৃষ্টি করছে। এ দুর্নীতি বন্ধে দুদক কঠোর অভিযান অব্যাহত রাখবে।’

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :