রাঙ্গুনিয়ায় কাঠ জব্দ, অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে কর্ণফুলী নদীর কোদালা এলাকায় অবৈধভাবে কাঠ পাচারকালে ট্রলার ভর্তি কাঠ জব্দ করা হয়।

সোমবার দুপুরে পৃথক এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ‘অবৈধ বালু তোলে বিক্রি করার অভিযোগে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন এলাকায় মনজুর হোসেন ওরফে টাক্কুইল্যা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কর্ণফুলি নদীতে অভিযান চালিয়ে অবৈধ কাঠসহ একটি ট্রলার জব্দ করা হয়।

জব্দ করা কাঠ ২৬ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয় বলে জানান তিনি।

ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :