চার ঘণ্টার সিরিয়ালে চলে গেল রোগীর প্রাণপাখি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৮

লক্ষ্মীপুরে ছকিনা বেগম নামে অসুস্থ ষাট বছরের এক বৃদ্ধাকে চিকিৎসকের নিকট নিয়ে যাওয়া হয়। রায়পুর পৌর শহরের জনসেবা প্রাইভেট হাসপাতালে ডা. নাজমুল হাসানকে দেখাতে নিয়ে যান বৃদ্ধার পুত্রবধূ পারভীন বেগম। রোগীদের দীর্ঘ সিরিয়ালের কারণে চার ঘণ্টা পর ওই বৃদ্ধার চিকিৎসা দিতে আসেন ডা. নাজমুল। ততক্ষণে প্রাণপাখি চলে গেছে বৃদ্ধা ছখিনার।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোগীর স্বজনরা হামলা চালিয়ে ওই হাসপাতালের পাঁচজনকে আহত করেন। হামলার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশ।

মৃত বৃদ্ধার পুত্রবধূ পারভীন বেগম অভিযোগ করেন, ‘বিকাল ৫টার দিকে হাত-পায়ের জ্বালা-যন্ত্রণার কারণে শাশুড়ি ছকিনা বেগমকে জনসেবা হাসপাতালের নিয়ে আসি। কিন্তু ডা. নাজমুল হাসানের পিয়ন ফরহাদ ও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে দীর্ঘ সিরিয়ালে রাখেন। চার ঘণ্টা কালক্ষেপণ করে একটি কক্ষে শুইয়ে রাখা হয়। পরে চিকিৎসক এসে দেখেন আমার শাশুড়ি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

চিকিৎসক নাজমুল হাসান বলেন, ‘এ বৃদ্ধা আমার পুরনো রোগী। রোগীর ভিড় থাকায় দেখতে পারিনি। আমার পিয়ন গুরুত্ব দিয়ে বললে হয়তো বাঁচানো যেত। আমি রোগীর কাছে যাওয়ার আগেই মারা যান তিনি।’

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান বলেন, ঘটনার পরই পরিদর্শককে (তদন্ত) পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :