‘জামায়াতের অনেক আগেই ক্ষমা চাওয়া উচিত ছিল’

কুষ্টিয়া প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৬

মুক্তিযুদ্ধে ভূমিকা ও মানবতাবিরোধী অপরাধমূলক কর্মকা-ের জন্য জামায়াতের অনেক আগেই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বলেছেন, জামায়াতের এদেশে রাজনীতি করার আর কোনো নৈতিক অধিকার থাকতে পারে না।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জামায়াত থেকে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।

স্থানীয় (কুষ্টিয়া-৩ আসন) সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘একাত্তর সালে জামায়াতের ভূমিকা ছিল স্বাধীনতার বিপক্ষে, দেশের জনগণের বিপক্ষে। জামায়াত এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্থানি সৈন্যবাহিনীর সঙ্গে দেশে গণহত্যা চালিয়েছিল, নারী নির্যাতন করেছিল এবং ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়েছিল।’

‘এসব অপরাধে জামায়াতের নেতাদের বিচারের দাবি ছিল জনগণের। সেই বিচার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে জামায়াতের কয়েকজন নেতার বিচার হয়েছে এবং ফাঁসিসহ অন্য দ- কার্যকর করা হয়েছে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :