নাটোরে দুই ‘অস্ত্র কারবারি’ গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৮
অ- অ+

নাটোরের সিংড়ায় একটি বিদেশি রিভলবারসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শাহ আলম এবং তার সহযোগী বিষ্ণু প্রামানিক।

সূত্র জানায়, গোপন সংবাদে সন্ধ্যায় সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে অভিযান চালায় র‌্যাব। এসময় আনন্দ নগর গ্রামের অস্ত্র কারবারি শাহ আলম এবং তার সহযোগী ছোট চৌগ্রামের বিষ্ণু প্রামানিককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি মোবাইল ফোন, সাতটি সিম কার্ড, পাঁচটি মেমোরি কার্ড ও ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার যায়েদ শাহরিয়ার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা