চকবাজারে ভয়াবহ আগুনে দগ্ধসহ আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১০| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৬
অ- অ+

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় একটি বহুতল ভবনে বড় ধরনের আগুন লেগেছে। আগুনে অর্ধশতাধিক মানুষ দগ্ধ-আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন। যাদের মধ্যে ৮-১০ জনের অবস্থা গুরুতর।

বুধবার রাত ১০টা ৪০ মিনিটে শাহী মসজিদের পেছনের ওই ভবনে আগুন লাগে। সাত তলা ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে ২৫টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, ভবনটির নিচে প্লাস্টিক ও কেমিক্যাল কারখানা ও গোডাউন রয়েছে। এতে আগুন বেশি ছড়িয়ে পড়ে। এ ভবন থেকে বিস্ফোরণ হয়ে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়েছে। রাত ১টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পানির গাড়ি, ল্যাডারসহ অ্যাম্বুলেন্স নেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা আগুন নেভাতে সাহায্য করছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ‌পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চকবাজারে আগুন লাগার ঘটনায় দগ্ধ ও আহতসহ অর্ধশতাধিক মানুষ ঢামেক হাসপাতালে এসেছেন।এদের মধ্যে দগ্ধ ৮ থেকে ১০ জনের অবস্থা গুরুতর।

ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা