নানা অনুষ্ঠানে ফরিদপুরে ভাষা শহীদদের স্মরণ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৫

একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ সেই দিন, যে দিনে সালাম, বরকতেরা বুকের রক্ত দিয়ে ভাষাকে রক্ষা করেছিলেন, কোটি কোটি বাঙালির মনে আশা জাগিয়েছিলেন, স্বপ্নকে রাঙিয়েছিলেন রক্তের অক্ষরে। তাদের জ্বালানো দীপশিখাই একাত্তরে আরও উজ্জ্বল হয়ে রূপ নিয়েছিল স্বাধীনতায়।

যথাযোগ্য শ্রদ্ধায় ফরিদপুরবাসী আজ (বৃহস্পতিবার) স্মরণ করছে ভাষা শহীদদের। ফুলে ফুলে ভরে উঠেছে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। জেলা শহরের মতো অন্য নয় উপজেলায়ও নানা কর্মসূচির মধ্যদিয়ে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

ফরিদপুরের এনডিসি হাসান হাফিজুর রহমান জানান, ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ, প্রভাত ফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, স্বেচ্ছায় রক্তদান আর গানের মধ্যদিয়ে আমরা অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি।

তিনি বলেন, শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :