গাইবান্ধায় টেন্ডার নিয়ে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০

গাইবান্ধা প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ২২:১২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০৬টি খাস জলাশয়ের টেন্ডার জমা দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮১টি ফাঁকা গুলি ও ১২টি রাবার বুলেট ছুড়েছে।

বুধবার দুপুরে উপজেলা চত্বরের সামনের সড়কে ধাওয়া-পাল্টা এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে খাস ১০৬টি জলাশয়ের টেন্ডার জমা দেয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উপজেলা চত্বরের সামনের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে স্থানীয় সাপ্তাহিক কাটাখালি পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ ১০ জন আহত হন। তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন টেন্ডার স্থগিত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন ঢাকাটাইমসকে জানান, ‘এ ঘটনায় পুলিশ ৮১ রাউন্ড ফাঁকা গুলি ও ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।’

এদিকে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় গোবিন্দগঞ্জ সাংবাদিক সমাজ।

(ঢাকাটাইমস/৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :