ডাকসু: চলছে ভোট গণনা

ঢাবি প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৬:৪২ | প্রকাশিত : ১১ মার্চ ২০১৯, ১৬:২৭

ছাত্রলীগ ছাড়া প্রায় সব সংগঠনের বর্জনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গণনা চলছে। এর আগে দুপুরে ঢাবি উপাচার্য বহুল প্রত্যাশিত এই নির্বাচন খুবই শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বলে জানান।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও রোকেয়া হল ছাড়া বাকি ১৬টি হলের ভোট নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়েছে। তবে সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একসঙ্গে এ নির্বাচনের ভোট শুরুর কথা থাকলেও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও রোকেয়া হলে ভোটগ্রহণ বিঘ্নিত হয়। হল দুটিতে এখন ভোট নেওয়া হচ্ছে।

হল সংসদের ভোট শেষ হলেই ঘোষণা করা হবে ফল। পরে সব কেন্দ্রের ফলাফল একীভূত করে কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ফলাফল দেওয়া হবে।

ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল, বাম জোট, কোটা অন্দোলনসহ বেশ কয়েকটি প্যানেল ভোট শেষ হওয়ার আগেই এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আবদুল বাছির জানান, প্রতিটি কেন্দ্রে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) কাউন্টারে ভোট গণনা হবে।

তিনি বলেন, ‘ভোট গণণার জন্যে ১২টি মেশিন রয়েছে। সোয়া তিনটা থেকে হলভিত্তিক ভোট গণণা শুরু হয়েছে। সবগুলো পদের ভোট গণণা শেষ করতে অন্তত এক ঘণ্টা লাগবে। প্রথমে ১২টি হলের ফল শেষ করে ওই মেশিন নিয়ে অন্য হলের ফল গণণা করা হবে।’

এদিকে ব্যালট বাক্স নিয়ে ঝামেলা হওয়া রোকেয়া হল ও বস্তাভর্তি ব্যালট পাওয়া কুয়েত মৈত্রী হলেও ভোটগ্রহণ শেষে একই রকম প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা।

কুয়েত মৈত্রী হলে ভোট শেষ হবে ৫টা ১০ মিনিটে। আর রোকেয়া হলে ৩টা ১০ মিনিটে শুরু হওয়ায় আরও তিন ঘণ্টা লাগবে শেষ হতে।

জহুরুল হক হলের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, তার হলে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।

ঢাকাটাইমস/১১মার্চ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা, মধ্যরাতে অস্ত্রের মহড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :