ডিআরইউর সাবেক সভাপতি আনোয়ারুল হকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০১৯, ১১:১১
অ- অ+

প্রবীণ সাংবাদিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সাবেক প্রধান প্রতিবেদক এম আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, আনোয়ারুল হক দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। ভারতে চিকিৎসা শেষে গতকাল রাতে তিনি দেশে ফিরে আসেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জুমা রাজধানীর সোবহানবাগ মসজিদে প্রথম জানাজা শেষে বিকাল তিনটায় মরদেহ নেয়া হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সেখানে দ্বিতীয় জানাজার পর রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

(ঢাকাটাইমস/২২মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা