আইপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিং চেন্নাইয়ের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২১:০৯ | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৯, ২০:৫৮

দামামা বেজে গেল আইপিএলের। উদ্বোধনী ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস দলনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচে কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি চার বিদেশিকে নিয়ে শুরু করলেও চেন্নাই নামছে তিন বিদেশিকে সঙ্গী করে।

পুলওয়ামার নিহত ভারতীয় জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে আগেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল বিসিসিআই। তাই গ্ল্যামারস ক্রিকেট লিগের দ্বাদশ সংস্করণের সূচনা হয় মিলিটারি ব্যান্ডের পারফরম্যান্সের মধ্যে দিয়ে। আইপিএল নামক ক্রিকেট কার্নিভালের উদ্বোধনী যেখানে ঘণ্টা তিনেকের জমজমাট অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে মিলিটারি ব্র্যান্ড পারফর্ম হয় মাত্র মিনিট দশেক। বোর্ডের তরফ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের বরাদ্দ অর্থ আর্মি ওয়েলফেয়ার ফান্ড এবং সিএসকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে প্রথম ম্যাচে টিকিট বিক্রির সমস্ত অর্থ তুলে দেওয়া হয় নিহত জওয়ানদের পরিবারের হাতে।

তিন বিদেশি শেন ওয়াটসন, ডোয়েন ব্র্যাভো এবং ইমরান তাহিরকে প্রথম একাদশে রেখে ট্রফি ধরে রাখার লক্ষ্যে অভিযান শুরু করছে ধোনির চেন্নাই। অন্যদিকে বিরাটের দলে চার বিদেশি শিমরন হেটমেয়ার, এবিডিভিলিয়ার্স, কলিন ডি গ্র্যান্ডহোম এবং মইন আলি। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধেন্ত প্রসঙ্গে চেন্নাই দলনায়ক মহেন্দ্র সিং ধোনি জানান পিচের চরিত্র সম্পর্কে অবগত না থাকায় লক্ষ্যমাত্রা ঠিক কী হওয়া উচিৎ সে সম্পর্কে সন্দিহান তিনি। অবশ্য শিশির একট বড় ফ্যাক্টর রাতের ম্যাচে। তাই টসে জিতলে প্রথমে বোলিং নেওয়ার ইচ্ছে থাকলেও ব্যাটিং পেয়ে অখুশি নন বিরাট।

চেন্নাইয়ের একাদশ: অম্বাতি রায়ডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, এম এস ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, দোয়েন ব্র্যাভো, দীপক চাহার, শার্দুল ঠাকুর, হরভজন সিং, ইমরান তাহির।

ব্যাঙ্গালোরের একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মইন আলি, শিমরন হেটমেয়ার, এবি ডিভিলিয়ার্স, শিবম দুবে, কলিন ডি গ্র্যান্ডহোম, উমেশ যাদব, যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, নবদীপ সাইনি।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :