ত্রিশালে সাব-রেজিস্ট্রার অবরুদ্ধ, সন্ধ্যায় মুক্ত

বূরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ২০:১৫

ভুয়া দলিল তৈরির অভিযোগে ময়মনসিংহের ত্রিশালের সাব-রেজিস্ট্রার ফারুক হোসেনকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

রবিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কর্মসূচী পালন করেন ভুক্তভোগীরা।

তারা বলেন, ‘সাব-রেজিস্ট্রারের যোগসাজশে ভুয়া দাতা বানিয়ে আওয়ামী লীগ নেতা ইকবালের যোগসাজশে আমাদের জমি বিক্রির দলিল করেছেন সাব-রেজিস্ট্রার। জমির পরিমাণ ভিন্ন দাগে ৫২ শতাংশ ও ১২০ শতাংশ। মঠবাড়িয়া ইউনিয়নের খাগাটি গ্রামের দুই হাজার অধিবাসী ছাড়াও অসংখ্য মানুষ সম্পাদিত ভুয়া দলিল বাতিলের দাবি জানান।’

অভিযোগ, ‘হযরত আলীর ২ একর ১১ শতাংশ, রুবেলের ২১ শতাংশ, শিউলি বেগমের ৩১ শতাংশ, সালামের ১৪ কাঠা, রফিকুল ইসলামের ৩৭ শতাংশ, নিজাম উদ্দিনের ২২ শতাংশ জমি ভুয়া দাতা দেখিয়ে পেরাডাইস কোম্পানির নিকট বিক্রি করে দেয়। ইকবাল হোসেন এবং জিয়া নামে ব্যক্তিদের যোগসাজশে সাব-রেজিস্ট্রার ফারুক হোসেন ৩০ লাখ টাকা ঘুষ নিয়ে দলিল সম্পাদন করেন বলে জানান আবু তাহের।’

অবরোধের ঘটনা জানতে পেয়ে ত্রিশালের সাবেক সাংসদ এবং পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনে বলে জানান, থানার ওসি আজিজুর রহমান। পরে সাব-রেজিস্ট্রার দলিল বাতিল করতে বাধ্য হন। এক পর্যায়ে আন্দোলনকারীদের নিকট প্রকাশ্যে ক্ষমা চান সাব-রেজিস্ট্রার ফারুক হোসেন।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :